জবা
পরিচিতি
ফুলের নাম - জবা
ইংরেজী নাম - China rose
বৈজ্ঞানিক নাম - Hibiscus rosa sinensis
পরিবার - Malvaceae
জবা গাছ বেশ ঝোপাল ২-২.৫ মিটার (৭/৮ ফুট) উচ্চ গাছ ও
ফুল উভয়ই সুন্দর। পাতার কিনারা করাতের মত কাটা কাটা। লাল, গোলাপি, নীল, হলদে, সাদা, সোনালী প্রভৃতি নানা রঙ্গের গন্ধহীন জবা পাওয়া যায়। এরমধ্যে
লাল জবাই সকলের কাছে পরিচিত। এর সিঙ্গল ও
ডবল ফুল আছে। জবার মধ্যে পঞ্চমুখী ও
সপ্তমুখী জবা আকারে বেশ বড়। ডবল শ্রেনীর পঞ্চমুখী জবা দেখতে খুব সুন্দর।