গাঁদা
গাঁদার পরিচিতি ও ব্যবহার
ফুলের নামঃ গাঁদা
ইংরেজী নামঃ Marigold
বৈঞ্জানিক নামঃ
Tagetes erecta, T.
patula, T. signata
পরিবারঃ Compositae
গাঁদার পরিচিতিঃ
বাংলাদেশে সর্বত্রই এই ফুলের চাষ হয় । বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন জেলায়
পর্যাপ্তভাবে চাষ হচ্ছে।
এই ফুল সাধারণত উজ্জল হলুদ ও
কমলা হলুদ হয়ে থাকে।
প্রধানত দুই ধরনের উন্নত জাতের গাঁদা
ফুল চাষ হয়ে থাকে হলুদ গাঁদা বা আফ্রিকান এবং রক্তগাঁদা ফ্রেঞ্চ মেরিগোল্ড।
হলুদ গাঁদার গাছ ও
ফুল বড় এবং
রক্তগাঁদার গাছ ও
ফুল ছোট । তবে বর্তমানে বিভিন্ন ধরনের হাইব্রিড গাঁদার জাত আবিষকৃত হয়েছে যেগুলি বেঁটে জাতের
অথচ বড় বড় হলুদ রং এর ফুল হয়ে থাকে । এছাড়া কমলা, সাদা, বাসনি- ইত্যাদি রং এর গাঁদার জাতও আবিষ্কার হয়েছে।
ব্যবহারঃ
সামাজিক ও
ধর্মীয় অনুষ্ঠানে এ
ফুল ব্যপকভাবে ব্যবহার হয়ে থাকে।
গাঁদার জলবায়ু ও মাটি
পাহাড়ি এলাকা এবং প্রচন্ড শীত ও
প্রচন্ড গরম ছাড়া প্রায় সর্বত্র সকল ঋতুতে এ
ফুল চাষ করা যায়। তবে
সমতল অঞ্চলে শীতকালে এ
ফুল ভাল হয়। এঁটেল, বেলে, পলি, দোআঁশ সবরকম মাটিতে এ
গাছ জন্মে ।
তবে পানি জমে
থাকে ও
ছায়াচ্ছন্ন থাকে এমন জায়গায় ভাল হয়না। পিএইচ মাত্রা ৬-৭।
গাঁদার জাত ও উৎপাদন মৌসুম
জাতঃ গাঁদার
কয়েকটি জনপ্রিয় জাত - সাহারা মিক্সড, ইনকা এফ-১, পারফেকশন
এফ-১, ভ্যানিলা
এফ-১, মার্বেল
মিক্স
এফ-১, নিউচ্যাম্পিয়ন,
বোনিতা মিক্সড, সাফারি মিক্সড, রেড মারিয়েত্তা, হ্যানিকম, রেড চেরি, গোল্ডেন জেম, রেড জেম,
লেমন স্টার ইত্যাদি।
উৎপাদন মৌসুমঃ সেপ্টেম্বর
- অক্টোবর মাসে বীজ বোপন করার উপযুক্ত সময়।